১. বাণিজ্যিক ভুগোলে ভালো রেজাল্টের জন্যে তোমাকে মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
২. পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পূর্ণনম্বর প্রাপ্তি A+ পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। আর নৈর্ব্যক্তিক অংশে সবোর্চ্চ নম্বর পেতে হলে পাঠ্য বই অবশ্যই আগাগোড়া পড়তে হবে। যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হবে তা মার্কার কলম দিয়ে দাগিয়ে রাখবে। এতে পরীক্ষার আগে তোমার revision দিতে সুবিধা হবে।
৩. রচনামূলক উত্তরের ক্ষেত্রে উত্তর প্রাসঙ্গিক (to the point) ও নির্ভুল হতে হবে। উত্তর লেখার সময় point-এর ওপর গুরুত্ব দিবে। সব point-গুলো সহ উত্তরটি হতে হবে প্রশ্নের মান অনুসারে। ভূমিকা/প্রারম্ভিক এবং উপসংহার/মন্তব্য পরীক্ষার্থীর নিজস্ব হওয়া বাঞ্ছনীয়।
৪. উত্তরের ভাষা হতে হবে সহজ, সরল ও প্রাঞ্জল। অবান্তর এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে। প্রশ্নোত্তরে বিভিন্ন লেখক ও মনীষীদের উদ্ধৃতি ব্যবহারের সময় খেয়াল রাখবে উদ্ধৃতিটি প্রাসঙ্গিক এবং নির্ভুল কি না। উদ্ধৃতি লেখার ক্ষেত্রে বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষায লিখলেই চলবে।
৫. পরীক্ষার খাতায় বানানের দিকে কড়া নজর রাখবে। ভুল বানান মানেই পরীক্ষকের বিরাগভাজন হওয়া।
৬. পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর করতে বলা হয়, মানবণ্টন ও নির্ধারিত সময়-এর দিকে খেয়াল রেখে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তবে ভুল উত্তর দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো।
Skybet Casino | A Member of The Malta Gaming Authority
উত্তরমুছুনSkybet Casino how can i find air jordan 18 retro racer blue offers a air jordan 18 retro red to good site unique gaming 골인 뱃 experience and the potential for a air jordan 18 retro racer blue on sale long-term profit. air jordan 18 retro men blue good website Sign up for our new sportsbook offer and receive a welcome