মাত্র একটি অ্যাপ আনইন্সটল করে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাটারির আয়ু ২০% বৃদ্ধি করুন
আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে থাকা শুধুমাত্র ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে আপনি আপনার ফেনের চার্জের পরিমান ২০% পর্যন্ত সাশ্রয় করতে পারেন। সম্প্রতি সারা বিশ্বের অসংখ্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক অ্যাপের প্রভাব পর্যবেক্ষন করে দেখা যায় ফেসবুক অ্যাপ রিমুভ করার ফলে সকল মোবাইলের চার্জ প্রায় ২০% পর্যন্ত বেশি স্থায়ী হয়।
আপনাদের অনেকের মোবাইলেই সবচেয়ে বেশি ব্যাবহৃত অ্যাপসগুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক তাই অনেকেই আমার এই কথাটি মেনে নিলেও অ্যাপসটি রিমুভ করতে দ্বিধাবোধ করবেন। কিন্তু আমি নিশ্চিত আপনি এইটা জেনে খুশি হবেন যে ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলের চার্জের শত্রু হলেও ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু মোটেই তেমন চার্জ নষ্ট করে না। তাই ফেসবুক অ্যাপটি রিমুভ করেও আপনি অনায়াসেই সবার সাথে ফেসবুকে যোগাযোগ রেখে যেতে পারেন। এছারা যদি টাইমলাইন ব্যাবহার করতেই চান সে ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যাবহার করে ফেসবুকের সকল সুবিধা পেতে পারেন ব্যাটারির ওপর কোনো চাপ ছাড়াই! আর একান্ত প্রয়োজন হলে ফেসবুক লাইট নামক ফেসবুকের ছোট সাইজের অ্যাপটি ব্যাবহার করতে পারেন যদিও তার কোনো প্রয়োজন নেই।
তাই যারা সবসময় এন্ড্রয়েড ফোনে বেশি চার্জ থাকে না বলে আফসোস করেন তারা ফেসবুক অ্যাপ এবং আরও অপ্রয়োজনীয় অ্যাপগুলো আপনার ফোন থেকে আনইন্সটল করে তার ফলাফল নিজেই লক্ষ করুন!
কার্টেসি: মাইসিস ইন্সটিটিউট
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এইডা কিছু হইলো
উত্তরমুছুনদু:খিত, আপনি ঠিক কি আশা করছিলেন?
মুছুন১২নং লাইন এর শুরুতে “এছারা” লেখা রয়েছে। এই বানানটি ভুল।
উত্তরমুছুন