হোস্ট মাইট
২০১০ সাল থেকে এদের যাত্রা শুরু হয় এবং বর্তমানে এরা ওয়েব হোস্টিং, ভিপিএস ডেডিকেটেড সার্ভার সহ বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে। ফোনে এবং সাপোর্ট টিকেট এর মাধ্যমে এদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া সম্ভব।সুবিধা:
- নির্ভরযোগ্য সার্ভার
- প্রফেশনাল সাপোর্ট
অসুবিধা:
- সাপোর্ট কিছুটা ধীরগতির
- লাইভ চ্যাট সুবিধা নেই
এই লিংক এ ক্লিক করে এদের ওয়েবসাইট ভিজিট করুন।
এক্সোন হোস্ট
২০০৯ সাল থেকে এদের যাত্রা শুরু এবং আমাদের এই লিস্টে থাকা সবচেয়ে পুরোনো কোম্পানি এটি। এরাও হোস্টমাইট এর মতোই বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে এদের গ্রাহক সংখ্যা অনেক বেশি তবে সার্ভিস এর দামও তুলনামূলক ভাবে কিছু কিছু ক্ষেত্রে বেশি। তবে সার্ভিস অবশ্যই ভালো।
সুবিধা:
- প্রতিষ্ঠিত কোম্পানি
- নির্ভরযোগ্য সার্ভার
অসুবিধা
আমার এই তালিকায় ৩ নম্বরে আছে আইটি নাট হোস্টিং। এটি ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করেছে। শুরু থেকেই এই কোম্পানির মূল লক্ষ্য হলো গ্রাহকদের কাছে সর্বোাচ্চ সেবা পৌছে দেওয়া। আমি নিজেও বর্তমানে এই কোম্পানির সাপোর্ট সেন্টারে রয়েছি। তাই নিশ্চিতভাবে বলতে পারি ডোমেইন ও হোস্টিং বিষয়ক যে কোনো সমস্যায় এর সাপোর্ট টিমকে সবসময় আপনার পাশেই পাবেন। আর ৩০ দিনের সার্ভিস মানি ব্যাক গ্যারান্টি রয়েছে এখানে তাই এদের সার্ভিস যদি আপনার ভালো না লাগে তাহলে ৩০ দিনের ভেতর আপনি আপনার টাকা ফেরত নিতে পারবেন।
সুবিধা
- লাইভ চ্যাট, ফোন ও সাপোর্ট টিকেট এর মাধ্যমে তাৎক্ষনিক সমস্যার সমাধান
- নির্ভরযোগ্য সার্ভার
- সাশ্রয়ী দাম
- প্রফেশনাল সাপোর্ট
অসুবিধা
- নতুন প্রতিষ্ঠান
- হোস্টিং ও ডোমেইন সার্ভিস ব্যাতিত অন্য কোনো সার্ভিস যেমন: ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং ইত্যাদি নেই।
এই লিংক এ ক্লিক করে এদের ওয়েবসাইট ভিজিট করুন।
এদের মধ্যে থেকে যে কোনো একটিকে আপনি আপনার ওয়েবসাইট হোস্টিং এর জন্য বেছে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন