সাইকেল চেইন |
ডিগ্রিজার: বাইসাইকেলের চেইনে আটকে থাকা ধুলোবালি, নুড়িপাথর ও অন্যান্য আঠালো পদার্থ দুর করতে ডিগ্রিজার সাহায্য করে থাকে। বাইক চেইন ডিগ্রিজার, কেরোসিন ও WD-40 ডিগ্রিজার হিসেবে ব্যাবহার করা যায়।
লুব অয়েল: চেইন, চেইনরিং, ক্যাসেট এর ক্ষয় রোধ করতে, চেইন থেকে পানি ও ধুলোবালি দুর করতে, চেইন ও চেইনের গিয়ারকে সবল ও মজবুত করে তার কার্যকরিতা বৃদ্ধি করতে লুব ওয়েল অত্যন্ত কার্যকরী। সাইকেল লুব ওয়েল ও সেলাই মেশিনের তেল লুব অয়েল হিসেবে ব্যাবহার করতে পারেন।
কিভাবে ডিগ্রিজার ও লুব অয়েল ব্যাবহার করবো?
১. একটি স্ক্রাবিং ব্রাশ বা অন্য কোনো ব্রাশ ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে পুরো চেনটিকে ব্রাশ করে পরিষ্কার করুন।২. পুরো চেইনে ভালোভাবে আপনার পছন্দের ডিগ্রিজার স্প্রে করুন। খেয়াল রাখুন যেন চেইনের কোনো অংশ বাদ না যায়।
৩. এবার চেইনটি পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
৪. সাইকেলের ক্র্যাংক পেছনদিকে ঘোরানো অবস্থায় একটি ড্রপার দিয়ে চেইনের লিংকগুলোতে লুব অয়েল দিন।
৫. একটি তোয়ালে দিয়ে চেইনের অতিরিক্ত লুব অয়েলগুলো মুছে ফেলুন।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন