- যেমন আছি তা নিয়েই সন্তুষ্ট থাকা অথবা
- হাল ছেড়ে দেওয়া।
এই দুয়ের মাঝামাঝিই আছে নিজেকে প্রসারিত করার ৩য় রাস্তাটি যা আমরা বেশিভাগই এড়িয়ে চলি।
নিজেকে প্রসারিত করার মাধ্যমেই মানুষের বিকাশ ঘটে। আমাদের হাতের নাগাল-টাকে আরেকটু প্রসারিত করতে হবে। নিজেকে আরও প্রানবন্ত বিস্তৃত ও শক্তিশালি করে তুলতে হবে। এতে একটু ব্যাথা পেতেই হবে, হয়তোবা জীবনেও কোথাও কোনো ক্ষত থেকে যাবে কিন্তু তা ও হবে আমাদের ভালোর জন্যই।
এভাবে আঘাত পাওয়ার পরই আমরা আরও দুরে প্রসারিত হওয়ার সুযোগ ও সাহস পাই, কারন যে কোনো পথে নামলে পথই আমাদের পথ দেখায়।
তাই আপনি যদি জীবনের কোনো এক পর্যায়ে ভেঙে পড়বেন কি না তা নিয়ে ভয় করেন তাহলে যেমন আছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা চলবে না। জীবন মানে থেমে থাকা নয়। যদি আপনার মনে মুখ থুবড়ে পড়ার ভয় বিন্দু মাত্রও থাকে তাহলে নিজেকে পুরোপুরি মেলে ধরায় মনোযোগ দিন।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন