ওয়েবসাইট
Raisul Mushfeq
১০:৪৩ AM
ওয়েবসাইট (ইংরেজি ভাষায়ঃ website) কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে প্রবেশ করা যায়। ওয়েব পেজ মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট(HTML Document), যা এইচটিটিপি(HTTP) প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারের স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(world wide web)" বা "বিশ্বব্যাপী জাল" নাম দেয়া হয়েছে। একে সংক্ষেপে www দ্বারা প্রকাশ করা হয়। এবং যেকোনো ওয়েবসাইটের ঠিকানার শুরুতে ‘www’ থাকে। কোনো ওয়েব সাইটে প্রবেশ করতে হলে সহযোগী সফটওয়্যারের প্রয়োজন হয়। একে ওয়েব ব্রাউজার বলে। বিভিন্ন কোম্পানীর ওয়েব ব্রাউজার রয়েছে। এদের মধ্যে Mozilla Firefox, Google Chrome, Opera অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন