HTML List বলতে সাধারণত কোন তালিকা বোঝানো হয়। আমরা এ ধরনের তালিকা আগেও অনেক দেখেছি, HTML এ এই তালিকাকে বিশেষ কোডের মাধ্যমে প্রকাশ করা হয়। HTML List তিন প্রকারঃ • Ordered List • Unordered List • Definition List Ordered List: উদাহরণ দিলে এর সংজ্ঞাটি পরিষ্কার হবে। 1. Coffee 2. Milk 3. Sugar কফি বানানোর জন্য প্রয়োজনীয় তিনটি উপাদানের কথা এখানে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। একটা ব্যাপার লক্ষ্য করুন, তালিকাটি করা হয়েছে নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে কোনো তালিকা প্রকাশ করাকেই বলা হয় Ordered List. কোড লেখার নিয়মঃ
- item1
- item2
- item3
এখানে, কোড দেখে বোঝা যাচ্ছে,
…
ট্যাগের মধ্যে লিস্ট লিখতে হয়। লিস্টের প্রতিটি নাম থাকে
… ট্যাগের মধ্যে। Ordered List এর তিনটি Attributes থাকেঃ • Compact এটির মাধ্যমে লিস্ট তৈরী করার জন্য আলাদা স্পেস তৈরী করা হয়। • Start এটির মাধ্যমে লিস্ট কত নাম্বার থেকে শুরু হবে, সেটি নির্দেশ করা হয়। উপরের উদাহরণগুলিতে আমরা লিস্ট শুরু করছি “1” থেকে। কিন্তু ইচ্ছা করলে আমরা অন্য কিছু থেকেও শুরু করতে পারি। যেমনঃ
- Coffee
- Milk
- Sugar
এক্ষেত্রে লিস্টের প্রথম নাম্বার হবে 5, এবং পরবর্তী নাম্বারগুলি হবে 6,7…..এইভাবে লিস্টের তালিকা যতখানি প্রয়োজন দীর্ঘ করা যায়। • Type এর মাধ্যমে লিস্টের নাম্বারিং এর ধরণ নির্দেশ করা হয়। বিভিন্ন ধরনের নাম্বারিং হতে পারে, যেমন 1, a, A, i, I….. ইত্যাদি। নিচের উদাহরণটি দেখা যাক।
- Coffee
- Milk
- Sugar
এক্ষেত্রে লিস্টটি কেমন হবে, আপনারা চেষ্টা করে দেখুন। Unordered List: যে লিস্টে কোন নাম্বারিং থাকে না, তাকে unordered list বলে। এ ধরনের লিস্টে সাধারণত কোন চিহ্ন দিয়ে তালিকা করা হয়। যেমনঃ • Coffee • Milk • Sugar উপরে বর্ণিত তালিকাতে কোন নাম্বারিং করা হয় নি, যে চিহ্ন ব্যবহার করা হয়েছে HTML এর ভাষায় তাকে disc বলে। কোড লেখার নিয়মঃ
অনেকটা Ordered List এর মতই।
ট্যাগের মধ্যে তালিকার উপাদানগুলি লিখতে হয়। প্রত্যেকটি উপাদান
… ট্যাগের মধ্যে রাখতে হয়। তবে, এখানে type এট্রিবিউট উল্লেখ করতে হয়। type এট্রিবিউট তিন ধরণের value গ্রহণ করতে পারেঃ disc, circle এবং square। আপনারা চেষ্টা করে দেখুন তিনটির জন্য আলাদা রেজাল্ট পাবেন। তবে unordered list এর ক্ষেত্রে যদি কোনো type এট্রিবিউট ব্যবহার করা না হয়, তখন আপনা আপনি disc হিসেবে লিস্ট প্রদর্শন করে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন