ইন্টারনেটে আয়ের ক্ষেত্রে সাবধানতা
Raisul Mushfeq
৪:০৭ AM
অন্যান্য আয়ের ক্ষেত্রের মতোই ইন্টারনেটে আয় করাও কষ্টসাদ্ধ। অনেকে মনে করেন ইন্টারনেটে আ্য় করা বুঝি খুবই সোজা। ঘরে বসে সামান্য কয়েক মিনিট ব্যায় করেই হয়তোবা বড়লোক হয়ে যাওয়া যাবে। এটি সমপুর্ন ভুল ধারনা। আবার অনেকেই মনে করেন ইন্টারনেটে আয় করা সম্ভব নয়। এটিও একটি ভুল ধারনা। ইন্টারনেটের মাধ্যমে আয় করে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকেই আরাম আয়েসে জীবন জাপন করছেন। এর জন্য ওন্যান্য কাজের মতোই ধৈর্য এবং প্রচুর চেষ্টার প্রয়োজন। কোনো ভাবেই কেউ রাতারাতি কোটিপতি হতে পারে না যদি না তার যথেষ্ট পরিকল্পনা না থাকে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। পুরো পৃথিবীর মধ্যে যোগাযোগের এবং ব্যাবসার অন্যতম পথ হচ্ছে ইন্টারনেট। তথ্য প্রযুতক্তির এই বিপ্লবে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। তাই এই ক্ষেত্রে বাংলাদেশ এবং নিজেদের এগিয়ে নিতে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর জুড়ি নেই। পরবর্তি পোস্ট সমুহে আমরা বাংরাদেশ হতে আ্উট সোর্সিং এর বিভিন্ন পথ নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন