পেইজা

Raisul Mushfeq
পেইজা.কম হচ্ছে বিশ্বের অন্যতম পেমেন্ট সাইট গুলোর একটি। এটি ইন্টারনেটে আপনার মানি ব্যাগ এর মতন কাজ করে। এর মাদ্ধমে আপনি ইন্টারনেটে বিভিন্ন কাজ করার পর পেমেন্ট গ্রহন করতে পারবেন এবং টাকা আদান প্রদান করতে পারবেন(ইন্টারনেটে কেনাকাটাও করতে পাবেন)। এতে আপনার পেইজা একাউন্টে ডলার জমা হবে। পেইজাবাংলাদেশেও সাপোর্ট করে। তাই আপনি অতি সহজেই ব্যাংকের মাদ্ধমে টাকা তুলতে পরবেন। পেইজা.কম এর প্রিপেইড ডেভিড কার্ড এর মাধ্যমে সরাসরি যেকোনো এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন। এছারাও টাকা তোলার অনেক মাদ্ধম এতে রয়েছে যার মাদ্ধমে আপনি টাকা তুলতে পারেন। এতে রেজিষ্ট্রেশন সম্পুর্ন বিনামুল্যে। বর্তমান এদের সদস্য সংখ্যা ৮ মিলিওন এর ও বেশি!!! এর সাহায্যে টাকা লেনদেন অনেক নিরাপদ। যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আজই ফ্রি রেজিষ্ট্রেশন করে ফেলুন পেইজা.কম-এ এবং ইন্টারনেটে আপনার আয় করা অর্থ দ্রুত এবং নিরাপদে পেয়ে যান। [বি:দ্র রেজিষ্ট্রেশনের সময় একাউন্ট টাইপ এ পার্সোনাল স্টার্টার সিলেক্ট করুন]
পেইজা.কম এর বাংলাদেশের ফেইসবুক পেজটি দেখুন এবং লাইক করুন: পেইজাবিডি

About the Author

Raisul Mushfeq / Author & Editor

I am currently a student. Living in Bangladesh

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন