সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। সফলতার জন্যে নিবিড় অনুশীলনের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে চিন্তা করার দক্ষতা তোমাদের সফলতাকে নিশ্চিত করবে।
ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে প্রয়োজনীয় টিপস্
প্রশ্ন নম্বর-১ : এ প্রশ্নে একটি অসম্পূর্ণ প্যাসেজ থাকে যা Right form of verbs use করে পূরণ করতে হয়। আবার বাক্য আকারেও থাকতে পারে। একটি বক্সে কিছু (সাত-আটটি) Verb দেওয়া থাকে এবং প্রয়োজনবোধে নেগেটিভ আকারে ব্যবহার করারও নির্দেশ দেওয়া থাকে। টেন্সের সঠিক ব্যবহার জানবে এবং Right form of verb এর ব্যবহারের নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করবে।
‘You a) … head the name of Hazi Mohammad Mohsin. তোমাদের খাতায় প্যাসেজটি তুলতে হবে না। তোমরা Ans. to the Q. No. 1 লিখে a. have; b. didn’t lead এভাবে উত্তর লিখে দেবে।
প্রশ্ন নম্বর-২ : এ প্রশ্নে থাকে Filling in the gaps using appropriate preposition. এক্ষেত্রে Preposition-এর সঠিক ব্যবহার জেনে নিয়মিত Practice করতে হবে। প্যাসেজ আকারে যদি আসে শুধু Ans. to the ` লিখবে (প্যাসেজ তুলবে না)।
প্রশ্ন নম্বর-৩ : এ প্রশ্নে থাকে Filling in the gaps using article এবং আরও বলা থাকে to put (×) crows where and article is not necessary. এতেও থাকে ৫ নম্বর। কিন্তু গ্যাপ থাকে ১০টি। আর হ্যাঁ, এ প্রশ্নটি সহজ বলে অনুশীলন কম করবে না কিন্তু। অবশ্যই ‘A’, ‘AN’ এবং ‘The’ ব্যবহারের নিয়মগুলো বারবার পড়বে এবং অনুশীলন করবে।
প্রশ্ন নম্বর-৪ : এতে থাকে Idioms and Phrases/Linkers (লিংকিং ওয়ার্ডস) দিয়ে Filling in the gaps. Phrases and Idioms অনেক পড়তে হবে। লিংকার্স যেমন and, or, but, as well as, such as, moreover এগুলোর অর্থগুলো জেনে ভালোভাবে অনুশীলন করবে।
প্রশ্ন নম্বর-৫ : এ প্রশ্নে থাকে একটি Speech. যদি বাক্য আকারে থাকে তাহলে বাক্য আকারে Direct/Indirect (Reported) Speech-এ পরিবর্তন করবে কিন্তু প্যাসেজ ন্যারেশন অবশ্যই প্যাসেজ আকারে Reported Speech-এ পরিবর্তন করবে। সম্পূর্ণ প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ে Speaker (বক্তা) এবং Spoken to (শ্রোতা) Person এবং অবশ্যই টেন্স বুঝে নেবে। অনেক সময় Reporting Verb এর বাক্য শেষে থাকে। Indirect করার সময় সেটিকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। Dialogue type তাছাড়া Direct Narration-এ ‘Yes’ বা ‘No’ কে Indirect করার সময় প্যাসেজ আকারেও লিখতে হবে এবং যে Verb-এর পরিপ্রেক্ষিতে reply এসেছিল ‘Yes’ বা ‘No’ কে Indirect Narration বা এ সেই উহ্য Verbটিকে আনতে হবে। অথবা Reported Speech-এর Subject এরপর appropriate auxiliary/helping Verb দিয়ে তা সম্পূর্ণ করতে হবে।
প্রশ্ন নম্বর-৬ : এ প্রশ্নে Transformation of sentences থাকে। যদি প্যাসেজ আকারে থাকে তাহলে a, b, c নম্বর দিয়ে প্যাসেজ এই বাক্যগুলো transform (রূপান্তর) করবে। এক্ষেত্রে বিভিন্ন প্রকার Sentence এবং Degree সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রশ্ন নম্বর-৭ : এ প্রশ্নে Completing sentence থাকে। এতে অসম্পূর্ণ অংশটি পূরণ করতে হবে। যাতে অসম্পূর্ণ Sentence টি অর্থপূর্ণ হয়। মনে রাখবে অবশ্যই সম্পূর্ণ অংশটি খাতায় তুলতে হবে।
প্রশ্ন নম্বর-৮ : এ প্রশ্নে বলা থাকে Add tag Q. to following sentences tag Q. এর Statement-এর পরে (,) কমা অবশ্যই দেবে এবং ট্যাগ প্রশ্নের auxiliary verb-এর first letter অবশ্যই ছোট অক্ষরের হবে এবং ট্যাগ প্রশ্নটি অবশ্যই আন্ডারলাইন করতে হবে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে ভুলবে না। যেমন a) Don’t forget me …. ?
Ans. To the Q. No. ৮
প্রশ্ন নম্বর-৯ : এ প্রশ্নের প্যারাগ্রাফ রাইটিং থাকে অথবা রিপোর্ট রাইটিং থাকতে পারে। প্যারাগ্রাফ অবশ্যই ১০০-১২০ শব্দে লিখবে এবং একটি মাত্র প্যারারই প্যারাগ্রাফ লিখতে হবে। দুই-তিন প্যারা লিখলেএ প্রথম প্যারার জন্যই শুধু নম্বর দেওয়া হবে। বাকিগুলো কাটা যাবে। যে বিষয়ের ওপর প্যারাগ্রাফ লিখতে বলা হবে সে বিষয়ের ওপর যদি প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর সাজিয়ে লিখলেই একটি সুন্দর একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। আর রিপোর্ট Writing-এর ক্ষেত্রে একটি Headline, Date এবং Place দিতে হবে। Report টি অবশ্যই ব্যক্তিগত মতামত যুক্ত হতে হবে।
প্রশ্ন নম্বর-১০ : ২০০ শব্দের মধ্যে একটি শট কম্পোজিশন লিখতে বলা হয়।
Descriptive (বর্ণনামূলক) বা Imaginary (কল্পনাপ্রসূত) যেটিই থাকুক না কেন বুঝে-শুনে এ প্রশ্নটির উত্তর লিখবে। কোনো মুখস্থ বুলি ঝেড়ে দেবে না। সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় প্রয়োজনীয় সব তথ্য পয়েন্ট আকারে আলোচনা করবে প্রতিটি প্যারায়। তাহলেই ৭০-৮০ ভাগ নম্বর পেতে পারো।
প্রশ্ন নম্বর-১১ : একটি Application Writing থাকে। ছোট একটি ঘটনা দেওয়া থাকে বা কোনো স্কুলের/সংস্থার address দেওয়া থাকে। প্রশ্নে যে address দেওয়া থাকে তোমাদের খাতায় সেটিই লিখতে হবে। যে বিষয় চাওয়া হবে, সেটি সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়ে লিখলে তবেই ভালো নম্বর পাবে Application Writing-এ।
প্রশ্ন নম্বর-১২ : একটি ডায়ালগ বা একটি Summary লিখতে বলা হয়। ডায়ালগ লেখার নিয়ম অনুসরণ করে এবং পদ্ধতি অনুসরণ করে পাঁচ-ছয়টি question-answer এর মধ্যে ডায়ালগ লিখবে। মনে রাখবে, ব্যক্তি বিশেষে ডায়লগ রাইটিং ভিন্ন হয়। অবশ্যই Greeting Sentence দিয়ে ডায়ালগ রাইটিং শুরু করবে এবং ধন্যবাদ জ্ঞাপক বাক্য দিয়ে ডায়ালগ রাইটিং শেষ করবে।
মনে রাখবে, ডায়ালগের ভাষা অবশ্যই সংক্ষিপ্ত হবে। তাই ডায়লগ রাইটিংয়ে language এর (contracted) from ব্যবহার করবে। যেমন I’ve, I’m, don’t, aren’t, mayn’t, I’m not etc. আর সামারি লিখতে হবে নিজের ভাষায় Indirect speech-এ। যৌক্তিক ক্রম অনুসরণ করে সাজাতে হবে সব বিশ্লেষণ, বাদ দিতে হবে। কখনই main passage থেকে হুবহু কোনো লাইন তুলে দিবেনা।
প্রশ্ন নম্বর-১৩ : এ প্রশ্নে একটি incomplete story থাকে। নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করে সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়ে সুন্দর করে গল্পটি সম্পন্ন রতে হবে এবং অবশ্যই গল্পটির ওপর একটি শিরোনাম দিতে হবে।
মনে রাখবে, গল্পের শুরুর সঙ্গে শেষের মিল থাকতে হবে। চেষ্টা করবে তোমার completed story-টিতে ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে। যেহেতু এতে নম্বর ১৫ থাকে তাই ১৫০-২০০ শব্দের গল্প লেখার চেষ্টা করবে।
- ইংরেজি প্রথম পত্রে বেশিরভাগ অংশই থাকে সৃজনশীল। সে জন্যে যেসব শিক্ষার্থীর চিন্তাশক্তি বেশি প্রখর, তার সফলতার সুযোগও তত বেশি।
- প্রথম পত্রে দুটি Fill in the blanks without clues থাকে যার একটি Reading Test-এ এবং অন্যটি Vocabulary test-এ। এক্ষেত্রে প্রথমত Fill in the blanks এর প্যাসেজটি ভালোভাবে পড়ে সামগ্রিকভাবে সঠিক ধারণা নিতে হবে। সেই সঙ্গে দুটি জিনিস মাথায় রাখা জরুরি। একটি হচ্ছে বাক্যের স্ট্রাকচার এবং অপরটি হচ্ছে সম্পূর্ণ বিষয়টির ধারণা। এজন্যে চিন্তাশক্তি বাড়ানো অতীব প্রয়োজন।
- Reading Test-G (Q no : 1-8) যে প্রশ্নগুলো থাকবে তা ভালো করার জন্যে প্যাসেজটি ভালো করে পড়ে সম্যক ধারণা লাভ করতে হবে। (Q-4)-এ একটি প্যারাগ্রাফ থাকে, সেখানে কিছু Key Word দেওয়া থাকে। Key word গুলো প্যাসেজ অনুযায়ী সাজিয়ে ব্যবহার করতে হবে। এই ছোট প্যারাগ্রাফটিতে প্যাসেজের বাক্যগুলো হুবহু তুলে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আইডিয়া ঠিক রেখে নিজের ভাষায় লিখতে হবে।
- Main Ideas-এর ক্ষেত্রে বাক্যগুলো প্যারাগ্রাফ আকারে লেখা উচিত।
- (Q No: 9-12) এ প্রশ্নগুলোতে নিবিড় অনুশীলনের কোনো বিকল্প নেই। Substitution Table-এর ক্ষেত্রে ১০টি অর্থবোধক বাক্য হওয়া আবশ্যক। তবে সময়ের অপচয় না করে যথাসম্ভব সিরিয়াল করা যেতে পারে।
- Re-arrangement একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে Sequenceটি কলামের মাধ্যমে দেখানো যেতে পারে এবং Sequence অনুযায়ী বাক্যগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।
- Unseen Paragraph, Composition ও লেটারের ক্ষেত্রে ইন্সট্রাকশন অনুযায়ী উত্তর করতে হবে। এক্ষেত্রে বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা থাকা দরকার।
- ইংরেজি দ্বিতীয় পত্রে প্রথম অংশে গ্রামারের ক্ষেত্রে অনুশীলন ব্যতীত ভালো করার সুযোগ নেই। গ্রামার অংশের প্রশ্নগুলো গ্রামারের অংশ প্রথমেই উত্তর করা শ্রেয়।
- Composition Part-এ অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের জন্যে বরাদ্দকৃত সময়ের বেশি ব্যয় করা যাবে না।
- Formal Letter-এর ক্ষেত্রে গঠনরীতি পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতে হবে। কারণ গঠনরীতি অনুযায়ী নম্বর দেওয়া হয়। তবে লেটার লেখার নিয়ম যুক্তিপূর্ণ ও বিষয়ভিত্তিক হতে হবে।
ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে প্রয়োজনীয় টিপস্
প্রশ্ন নম্বর-১ : এ প্রশ্নে একটি অসম্পূর্ণ প্যাসেজ থাকে যা Right form of verbs use করে পূরণ করতে হয়। আবার বাক্য আকারেও থাকতে পারে। একটি বক্সে কিছু (সাত-আটটি) Verb দেওয়া থাকে এবং প্রয়োজনবোধে নেগেটিভ আকারে ব্যবহার করারও নির্দেশ দেওয়া থাকে। টেন্সের সঠিক ব্যবহার জানবে এবং Right form of verb এর ব্যবহারের নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করবে।
‘You a) … head the name of Hazi Mohammad Mohsin. তোমাদের খাতায় প্যাসেজটি তুলতে হবে না। তোমরা Ans. to the Q. No. 1 লিখে a. have; b. didn’t lead এভাবে উত্তর লিখে দেবে।
প্রশ্ন নম্বর-২ : এ প্রশ্নে থাকে Filling in the gaps using appropriate preposition. এক্ষেত্রে Preposition-এর সঠিক ব্যবহার জেনে নিয়মিত Practice করতে হবে। প্যাসেজ আকারে যদি আসে শুধু Ans. to the ` লিখবে (প্যাসেজ তুলবে না)।
প্রশ্ন নম্বর-৩ : এ প্রশ্নে থাকে Filling in the gaps using article এবং আরও বলা থাকে to put (×) crows where and article is not necessary. এতেও থাকে ৫ নম্বর। কিন্তু গ্যাপ থাকে ১০টি। আর হ্যাঁ, এ প্রশ্নটি সহজ বলে অনুশীলন কম করবে না কিন্তু। অবশ্যই ‘A’, ‘AN’ এবং ‘The’ ব্যবহারের নিয়মগুলো বারবার পড়বে এবং অনুশীলন করবে।
প্রশ্ন নম্বর-৪ : এতে থাকে Idioms and Phrases/Linkers (লিংকিং ওয়ার্ডস) দিয়ে Filling in the gaps. Phrases and Idioms অনেক পড়তে হবে। লিংকার্স যেমন and, or, but, as well as, such as, moreover এগুলোর অর্থগুলো জেনে ভালোভাবে অনুশীলন করবে।
প্রশ্ন নম্বর-৫ : এ প্রশ্নে থাকে একটি Speech. যদি বাক্য আকারে থাকে তাহলে বাক্য আকারে Direct/Indirect (Reported) Speech-এ পরিবর্তন করবে কিন্তু প্যাসেজ ন্যারেশন অবশ্যই প্যাসেজ আকারে Reported Speech-এ পরিবর্তন করবে। সম্পূর্ণ প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ে Speaker (বক্তা) এবং Spoken to (শ্রোতা) Person এবং অবশ্যই টেন্স বুঝে নেবে। অনেক সময় Reporting Verb এর বাক্য শেষে থাকে। Indirect করার সময় সেটিকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। Dialogue type তাছাড়া Direct Narration-এ ‘Yes’ বা ‘No’ কে Indirect করার সময় প্যাসেজ আকারেও লিখতে হবে এবং যে Verb-এর পরিপ্রেক্ষিতে reply এসেছিল ‘Yes’ বা ‘No’ কে Indirect Narration বা এ সেই উহ্য Verbটিকে আনতে হবে। অথবা Reported Speech-এর Subject এরপর appropriate auxiliary/helping Verb দিয়ে তা সম্পূর্ণ করতে হবে।
প্রশ্ন নম্বর-৬ : এ প্রশ্নে Transformation of sentences থাকে। যদি প্যাসেজ আকারে থাকে তাহলে a, b, c নম্বর দিয়ে প্যাসেজ এই বাক্যগুলো transform (রূপান্তর) করবে। এক্ষেত্রে বিভিন্ন প্রকার Sentence এবং Degree সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রশ্ন নম্বর-৭ : এ প্রশ্নে Completing sentence থাকে। এতে অসম্পূর্ণ অংশটি পূরণ করতে হবে। যাতে অসম্পূর্ণ Sentence টি অর্থপূর্ণ হয়। মনে রাখবে অবশ্যই সম্পূর্ণ অংশটি খাতায় তুলতে হবে।
প্রশ্ন নম্বর-৮ : এ প্রশ্নে বলা থাকে Add tag Q. to following sentences tag Q. এর Statement-এর পরে (,) কমা অবশ্যই দেবে এবং ট্যাগ প্রশ্নের auxiliary verb-এর first letter অবশ্যই ছোট অক্ষরের হবে এবং ট্যাগ প্রশ্নটি অবশ্যই আন্ডারলাইন করতে হবে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে ভুলবে না। যেমন a) Don’t forget me …. ?
Ans. To the Q. No. ৮
- Don’t forget me, will you ?
প্রশ্ন নম্বর-৯ : এ প্রশ্নের প্যারাগ্রাফ রাইটিং থাকে অথবা রিপোর্ট রাইটিং থাকতে পারে। প্যারাগ্রাফ অবশ্যই ১০০-১২০ শব্দে লিখবে এবং একটি মাত্র প্যারারই প্যারাগ্রাফ লিখতে হবে। দুই-তিন প্যারা লিখলেএ প্রথম প্যারার জন্যই শুধু নম্বর দেওয়া হবে। বাকিগুলো কাটা যাবে। যে বিষয়ের ওপর প্যারাগ্রাফ লিখতে বলা হবে সে বিষয়ের ওপর যদি প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর সাজিয়ে লিখলেই একটি সুন্দর একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। আর রিপোর্ট Writing-এর ক্ষেত্রে একটি Headline, Date এবং Place দিতে হবে। Report টি অবশ্যই ব্যক্তিগত মতামত যুক্ত হতে হবে।
প্রশ্ন নম্বর-১০ : ২০০ শব্দের মধ্যে একটি শট কম্পোজিশন লিখতে বলা হয়।
Descriptive (বর্ণনামূলক) বা Imaginary (কল্পনাপ্রসূত) যেটিই থাকুক না কেন বুঝে-শুনে এ প্রশ্নটির উত্তর লিখবে। কোনো মুখস্থ বুলি ঝেড়ে দেবে না। সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় প্রয়োজনীয় সব তথ্য পয়েন্ট আকারে আলোচনা করবে প্রতিটি প্যারায়। তাহলেই ৭০-৮০ ভাগ নম্বর পেতে পারো।
প্রশ্ন নম্বর-১১ : একটি Application Writing থাকে। ছোট একটি ঘটনা দেওয়া থাকে বা কোনো স্কুলের/সংস্থার address দেওয়া থাকে। প্রশ্নে যে address দেওয়া থাকে তোমাদের খাতায় সেটিই লিখতে হবে। যে বিষয় চাওয়া হবে, সেটি সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়ে লিখলে তবেই ভালো নম্বর পাবে Application Writing-এ।
প্রশ্ন নম্বর-১২ : একটি ডায়ালগ বা একটি Summary লিখতে বলা হয়। ডায়ালগ লেখার নিয়ম অনুসরণ করে এবং পদ্ধতি অনুসরণ করে পাঁচ-ছয়টি question-answer এর মধ্যে ডায়ালগ লিখবে। মনে রাখবে, ব্যক্তি বিশেষে ডায়লগ রাইটিং ভিন্ন হয়। অবশ্যই Greeting Sentence দিয়ে ডায়ালগ রাইটিং শুরু করবে এবং ধন্যবাদ জ্ঞাপক বাক্য দিয়ে ডায়ালগ রাইটিং শেষ করবে।
মনে রাখবে, ডায়ালগের ভাষা অবশ্যই সংক্ষিপ্ত হবে। তাই ডায়লগ রাইটিংয়ে language এর (contracted) from ব্যবহার করবে। যেমন I’ve, I’m, don’t, aren’t, mayn’t, I’m not etc. আর সামারি লিখতে হবে নিজের ভাষায় Indirect speech-এ। যৌক্তিক ক্রম অনুসরণ করে সাজাতে হবে সব বিশ্লেষণ, বাদ দিতে হবে। কখনই main passage থেকে হুবহু কোনো লাইন তুলে দিবেনা।
প্রশ্ন নম্বর-১৩ : এ প্রশ্নে একটি incomplete story থাকে। নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করে সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়ে সুন্দর করে গল্পটি সম্পন্ন রতে হবে এবং অবশ্যই গল্পটির ওপর একটি শিরোনাম দিতে হবে।
মনে রাখবে, গল্পের শুরুর সঙ্গে শেষের মিল থাকতে হবে। চেষ্টা করবে তোমার completed story-টিতে ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে। যেহেতু এতে নম্বর ১৫ থাকে তাই ১৫০-২০০ শব্দের গল্প লেখার চেষ্টা করবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন