গুগল প্লাস এর ফলোয়ার গ্যাজেট ব্যাবহার করুন আপনার ব্লগারে!

Raisul Mushfeq
গুগল এর বিভিন্ন সেবা ব্যাবহারের একটি সুবিধা হচ্ছে, এগুলো পরষ্পরের সাথে সংযুক্ত থাকে যেন ব্যাবহারকারিরা সহজেই সেবাগুলো ব্যাবহার করতে পারে। যেমন, গুগল ড্রাইভ এর সাহায্যে সহজেই ই-মেইলে একটি ফাইল দ্রুত যুক্ত করা যায়।আপনি সহজেই একটি পোস্টে +১ করতে পারবেন, সার্চ রেজাল্ট গুলো গুগল প্লাস প্রোফাইলে যুক্ত করতে পারেন এমনকী আপনার ব্লগার ব্লগ এর পোস্টগুলো সয়ংক্রিয়ভাবে জি+(গুগল প্লাস) প্রোফাইলে যুক্ত করতে পারেন। সম্প্রতি গুগল একটি নতুন সুবিধার কথা ঘোষনা করেছে, এটি হচ্ছে ব্লগার ব্লগের জন্য গুগল প্লাস এর ফলোয়ার গ্যাজেট! এই নতুন জি+ গ্যাজেটটি আপনার এবং আপনার ব্লগের ভিজিটরদের মদ্ধে নতুন যোগসূত্র উন্মোচন করতে পারে।


গুগল প্লাস ফলোয়ার গ্যাজেটের সুবিধা

আপনার গুগল প্লাস প্রোফাইল ব্লগে যুক্ত করার ফলে আপনার ব্লগের ভিজিটরদের সাথে আপনার সম্পর্কের উন্নতি সাধন করবে। এর সাহায্যে আপনার ব্লগের পোস্টগুলো সয়ংকৃয়ভাবে আপনার গুগল প্লাস প্রোফাইলে তাৎক্ষনিক ভাবে আপডেট হবে। ফলে তা সহজেই আপনার ফরোয়ারের কাছে পৌছে যাবে। আপনার ফলোয়ারেরা ইচ্ছে করলে পোস্টটি রেকমেন্ড করতে পারে ফলে আপনার পোস্টটি আরও অনেকের কাছে পৌছে যাবে। এই গ্যাজেটটি আপনার ব্লগের ভিজিটর বাড়াতে ব্যাপকভাবে সহায়তা করবে।
এই গ্যাজেটটিতে দেখা যাবে কতজন আপনাকে ফলো করছে, এছাড়াও এতে ভিজিটরদের পরিচিত কিছু মুখও দেখতে পাবে(একেক জনের জন্য আলাদা)। এতে ফলো বাটনও রয়েছে যার মাধ্যমে আপনার ভিজিটরেরা মাত্র এক ক্লিকেই আপনার গুগল প্লাস প্রফাইল ফলো করতে পারে। যার ফলে আপনার প্রতিটি পোস্ট আপনার ফলোয়ারদের নিকটে পৌছে যাবে।

আপনি খুব সহজেই এই গ্যাজেটটি আপনার ব্লগার ব্লগে যুক্ত করতে পারেন। এই গ্যাজেটটি কাজ করার জন্য আপনার গুগল প্লাস প্রোফাইলটি অবশ্যই ব্লগার এর সাথে সংযুক্ত করতে হবে। তারপর ব্লগার ড্যাসবোর্ড থেকে লেয়াউট ট্যাবটি ভিজিট করুন এবং একটি গ্যাজেট যুক্ত করুন(এড এ গ্যাজেট) নির্বাচন করতে হবে। এরপর আপনি সহজেই গ্যাজেটটি খুজে যুক্ত করতে পারবেন।
নোট: যারা গুগল এর ফ্রেন্ড কানেক্ট গ্যাজেটটি ব্যাবহার করছেন সেটি ব্লগারে চালুই থাকবে (যদিও গুগল অধিকাংশ ফ্রেন্ড কানেক্ট গ্যাজেটই এই বছরের প্রথম দিকে বন্ধ করে দিয়েছে)।
কোনো সমস্যা থাকলে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে কা জানান। এছারাও আপনি গুগলের হেল্প সেন্টার ভিজিট করে এই বিষয়ে আওে তথ্য পেতে পারেন।

About the Author

Raisul Mushfeq / Author & Editor

I am currently a student. Living in Bangladesh

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন