বিভিন্ন ওয়েবসাইটে এবং অন্যান্য ক্ষেত্রে প্রায়ই আমরা নতুন নতুন ইংরেজী শব্দের মুখোমুখি হচ্ছি। এসব শব্দের অর্থ বের করতে আমাদের ডিকশনারির সাহায্য নিতেই হয়। বর্তমানে কম্পিউটার এর জন্য বাংলা-ইংলিশ/ ইংলিশ-বাংলা ডিকশনারী পাওয়া গেলেও তাতে অনেক শব্দের অর্থই পাওয়া যায় না।এ কারনে এখনও ইংলিশ টু ইংলিশ ডিকশনারিই ব্যাবহার করতে হয়। আজ আপনাদের কাছে আমি এমন পাঁচটি ডিকশনারি শেয়ার করব যেগুলো প্রত্যেকটিই আলাদা বৈশিষ্টের অধিকারি। চলুন আর দেরি না করে এগুলোর সাথে পরিচিত হই।
১. Ultimate ডিকশনারি
এটি প্রায় ৬১ টি ইংরেজী ডিকশনারির সমন্ময়ে গড়ে উঠেছে। এর মাধ্যমে খুব সহজেই কঠিন ইংরেজী শব্দের অর্থ খুজে পাওয়া যাবে।সফটওয়্যারটি ইন্সটল দেওয়ও সহজ। ডিকশনারিটি চালু করার পর বা পাশে সবগুলো ডিকশনারির নাম দেখাবে। আপনার কাংখিত শব্দটি টাইপ করে যে কোনো(এক বা একাধিক) ডিকশনারি হতে অর্থ দেখতে পারবেন।
ডিকশনারিটি উইনেডাজ ৭ এ কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে
২. Sage এর ডিকশনারি
মূল নাম: The Sage’s English Dictionary and Theaurus
এই সফটওয়্যারটি কোনো শব্দের অর্থ এবং এর সম্পর্কিত অন্যান্য তথ্য প্রদর্শন করবে। এতে প্রায় ২১০,০০০ টি শব্দের অর্থ, ৭০০০০ ধ্বনি বা উচ্চারনগত সংগ্রহ রয়েছে। এছারাও এতে রয়েছে শব্দের বিস্তারিত। সফটওয়্যারটির মাধ্যমে শব্দের গ্রামাটিকাল অনেক কিছু জানা যায়। এর আরও একটি সুবিধা হচ্ছে এতে একাধিক ট্যাবের মাধ্যমে একই সময়ে একাধিক শব্দ সার্চ করা যায়। এটি ব্যাবহার করাও অনেক সহজ।
ডিকশনারিটি যেকোনো উইন্ডোজ-এ কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে
৩. এভারেস্ট ডিকশনারি
Everest Dictionary একাধারে ডিকশনারি এবং ট্রানস্লেটর। এতে রয়েছে ৩৫ টি ডিকশনারি। আপনার কা্ংখিত শব্দের অর্থ এগুলো থেকে সহজেই খুজে নিতে পারেন। এছারাও এতে রয়েছে বিভিন্ন ভাষায় অনুবাদ করার সুবিধা। এছারাও এতে রয়েছে গেম এর সুবিধা যার মাধ্যমে আপনি ইংরেজী বা অন্য ভাষার চর্চা করতে পারেন।
ডিকশনারিটি যেকোনো উইন্ডোজ-এ কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে
৪. Arha ডিকশনারি
এটিও আরেকটি সুন্দর সফটওয়্যার। এতে আপনি কোনো শব্দ লেখা শুরু করলে তার কাছাকাছি সঠিক শব্দটি দেখাবে ফলে বানান ভুল হওয়ার ভয় থাকবে না। কোনো শব্দ ভুল টাইপ করলে সঠিক শব্দও প্রদর্শন করে। এছারাও এটি আপনার সার্চের হিস্টোরি মনে রাখে ফলে Previous ও Next কমান্ড এর মাধ্যমে খুব সহজেই আপনার সম্প্রতি সন্ধানকৃত শব্দটি দেখতে পারেন।
ডিকশনারিটি উইন্ডোজ এবং লিনাক্স এ কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে
৫. Aard ডিকশনারি
Aard ডিকশনারির সাহায্যে আপনি শব্দের অর্থের পাশাপাশি তার ব্যাক্ষাও দেখতে পাবেন। এটি অনেকটা উইকিপিডিয়ার মত। এতেও বিভিন্ন ভাষায় রুপান্তরের সুবিধা রয়েছে। এর বর একটি সুবিধা হচ্ছে আপনি এদের ওয়েবসাইট থেকে নতুন(৫০ টির ও বেশি) ডিকশনারি যুক্তও করতে পারবেন এবং সেগুলো থেকে সরাসরি শব্দার্থ খুজতে পারবেন। এতে সাম্প্রতিক সার্চ দেখা, জুম করা সহ আরও অনেক সুবিধা রয়েছে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন